হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৭ কেজি স্বর্ণসহ তিনজনকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম আটকের ঘটনাটি নিশ্চিত করেছেন। তাদের কাছ ৭৪টি বার বহন করা ট্রলি ব্যাগের হাতলের পাইপের ভেতর লুকানো ছিল।
কাস্টমস কমিশনার আরও জানান, ‘আটক তিনজন রিজেন্ট এয়ারওয়েজের ব্যাংকক-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটে চট্টগ্রাম থেকে ওঠেন। বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাদের আটক করা হয়।’ আটক তিনজন হলেন- ইব্রাহীম, মো. মহসীন ও রোকনোজ্জামান।
অভিযানে যাত্রী ইব্রাহীমের কাছ থেকে ৩ দশমিক ৫৯ কেজি, মো. মহসীনের কাছ থেকে ১ দশমিক ৯৯ কেজি এবং রোকনোজ্জামানের কাছ থেকে ১ দশমিক ৭৯ কেজি স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধার ৭৪টি সোনার বারের ওজন ৭ দশমিক ৩৭ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬৯ লাখ টাকা।