ভারতের দাড়ি-টুপি থাকলেই টার্গেট করা হচ্ছে। এজন্য দেশটির রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীকে চিঠি দিয়েছেন দিল্লি জামে মসজিদের ইমাম বুখারি। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়েছে, চিঠিতে ইমাম বুখারি লিখেন গত সাত দশকের মধ্যে বর্তমান সময়ে মুসলমানরা সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। গোরক্ষার নামে কমপক্ষে ৬৪ জন নিরীহ মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসব প্রাণহানির দায় কি কেন্দ্র নেবে?
পাশাপাশি এই হত্যাকাণ্ডের ঘটনায় কংগ্রেস কেন প্রতিবাদ করছে না সে ব্যাখ্যাও চেয়েছেন তিনি।
কংগ্রেস সভাপতির কাছে তার প্রশ্ন, যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার মুসলিমদের সঙ্গে অন্যায় আচরণ করছে তা প্রতিবাদযোগ্য। তাহলে কেন কংগ্রেসের পক্ষ থেকে তার প্রতিবাদ করা হচ্ছে না?
তিনি আরও জানান, মুসলিমরা আশা করেছিল কংগ্রেস দায়িত্ব নিয়ে বিরোধী দলের কর্তব্য পালন করবেন এবং সরকারকে এ বিষয়ে চাপ দেবেন। কিন্তু কংগ্রেসের ভূমিকা দেখে সত্যিই মুসলিম সম্প্রদায় আশাহত।