ইংরেজি দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন আর নেই।
বুধবার (১ আগস্ট) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান ৭৩ বছর বয়সী মোয়াজ্জেম হোসেন মারা যান। স্কয়ার হাসপাতালের কাস্টমার কেয়ার অফিসার শাহেদ ফয়সাল সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগতে থাকায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখাতে চিকিৎসারত অবস্তায় তার মৃত্যু হয়।
মোয়াজ্জেম হোসেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামিকাল বৃহস্পতিবার বাদ যোহর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রবীণ এই সাংবাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৬৭ সালে স্নাতক ও ১৯৬৮ সালে স্নাতোকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে বন্ধ থাকা বাংলাদেশ অবজারভার পত্রিকার রিপোর্টার হিসেবে কাজ করার মাধ্যমে সাংবদিকতায় তার কর্মজীবন শুরু করেন।
এ ছাড়াও তিনি দি নিউ ন্যাশন, ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), দি ঢাকা কুরিয়ার এবং দি ডেইলি স্টার পত্রিকায় সাংবাদিকতা করেছেন।
মোয়াজ্জেম হোসেন ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) ব্যবস্থাপনা বোর্ডের সদস্য ছিলেন। এ ছাড়া ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস)-এর পরিচালকমণ্ডলীর সদস্য ছিলেন।
১৯৯২ সাল তিনি বাংলাদেশ ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।