আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে আবারো ইবোলা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ইবোলা ভাইরাসের সংক্রমণে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
৮ মে, মঙ্গলবার ইবোলা সংক্রমণের খবরটি নিশ্চিত করেছে কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলের বিকোরো শহরে দেখা দিয়েছে ইবোলা। কঙ্গোতে এর আগে ২০১৭ সালে সর্বশেষ ইবোলা সংক্রমণ দেখা গিয়েছিল। সেবার মারা গিয়েছিল চারজন। ২০১৪ সালে আফ্রিকার গিনি, সিয়েরা লিয়ন ও লাইবেরিয়ায় ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় ১১ হাজারেরও বেশি মানুষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিকোরো শহরের পাঁচ ব্যক্তিকে ইবোলা আক্রান্ত সন্দেহে নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে এই ভাইরাসের উপস্থিতি। সংস্থাটি কঙ্গো সরকারের সাথে এই সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করবে। তাদের এক জরুরি তহবিল থেকে ১০ লাখ ডলারের সহায়তা করা হবে এক্ষেত্রে। এ ছাড়া কঙ্গোতে সংস্থাটির ৫০ জনেরও বেশি বিশেষজ্ঞ কাজ করবেন।
কঙ্গোতে এ নিয়ে নবম বারের মতো ইবোলা সংক্রমণ দেখা গেল। ১৯৭৬ সালে প্রথমবারের মতো কঙ্গোতে এ সংক্রমণ দেখা যায়। সে সময়ে কঙ্গোর নাম ছিল জায়ারে। কঙ্গোর ইবোলা নদীর নামে এই ভাইরাসের নামকরণ করা হয়।
ইবোলা ভাইরাস ফ্রুট ব্যাট বা বাদুড়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ছাড়া এই ভাইরাসে আক্রান্ত বন্যপ্রাণীর মাংস খেলেও তা মানুষের মাঝে ছড়ায়।