কারও পারিশ্রমিক ৫ কোটি, আবার কারও ১০ কোটি। সিনেমার জন্য বলিউড অভিনেতাদের পারিশ্রমিক এমনই আকাশ ছোঁয়া। যে যত বড় তারকা, তার সঙ্গে পারিশ্রমিকের হিসাব তত বেশি। কিন্তু এই দলে নেই বলিউডের পারফেকশনিস্ট। কারন আমির খান সিনেমার জন্য কোনও পারিশ্রমিকই নেন না।
আসলে সিনেমা করতে পারিশ্রমিক দাবি না করলেও, ছবির প্রযোজকের সঙ্গে লভ্যাংশ প্রাপ্তির চুক্তি থাকে আমিরের। সম্প্রতি অভিনেতা জানিয়েছেন, "অভিনয়ের জন্য কোন অর্থ তিনি দাবি করেন না। তবে ছবির একটি লভ্যাংশ নেন। ছবি ফ্লপ হলে তিনি কিছুই পান না।"
উল্লেখ্য, আমরা সকলেই জানি আমির মানেই ছবির ব্যবসা একশ কোটির গন্ডি পার হয়ে যাবে। তাই আমির খানের প্রতি সিনেমা থেকে যে বেশ ভালই আয় তা বুঝতে কারও অসুবিধা নেই। আসলে সত্যিই তিনি পারফেকশনিস্ট। কাজের সঙ্গে সঙ্গে মগজেরও। যেখানে পারিশ্রমিক নিয়ে অন্য নায়কের সঙ্গে দর কষাকষি চলে প্রযোজকদের। যেখানে ঠাণ্ডা মস্তিষ্কে বাজিমাত করেন তিনি।
আমির জানান, “আমার প্রথম টাকা আসে যখন পুরোপুরি ছবি তৈরির খরচ অতিক্রম হয়। নির্মাতা ও সকলের পাওনা মিটে যাওয়ার পর আমার নাম আসে। ছবির লাভের একটা বড় অংশ নিই। আমি এভাবেই কাজ করি। আমার মনে হয়, নির্মাতারাও আমার পন্থায় খুশি।