ঢাকাসহ সারাদেশে রবিবার থেকে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ। আগামী ১১ আগস্ট পর্যন্ত যানবাহনের নিবন্ধন, লাইসেন্স, ফিটনেস, ইনস্যুরেন্সসহ নানা কাগজপত্র ও এসবের মেয়াদ যাচাই-বাছাইয়ে বিশেষ অভিযান পরিচালনা করবে পুলিশ। এ কাজে সহায়তা করতে সড়কে নামানো হয়েছে রোভার স্কাউটের সদস্যদের।
সোমবার রাজধানীর শাহবাগে এই দলের বেশ কয়েকজন সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। তারা সাংবাদিকদের কাছে জানিয়েছেন, ট্রাফিক সপ্তাহকে সামনে রেখে তাদের সড়কে নামনো হয়েছে।
এ সময় তাদের দায়িত্ব সম্পর্কে জানতে চাওয়া হলে জানান, ট্রাফিক রুল সম্পর্কে জনগণকে সচেতনতা এবং উদ্বুদ্ধ করতে দুই শিফটে ভাগ হয়ে তারা করবেন। এর মধ্যে একটা শিফট সকাল থেকে শুরু হয়ে দুপুর ২টায় শেষ হবে। পরের টিমটা দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত একই দায়িত্ব পালন করবে।