ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতি ফিরে এসেছে যানবাহনের চাকার। সোমবার সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল শুরু করেছে। গত দুই দিনে আইন অমান্য করায় জেলা ট্রাফিক পুলিশ ৫ শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে। এছাড়া মহাসড়কের পয়েন্টে পয়েন্টে পুলিশের ব্যাপক কাগজপত্র তল্লাশির কারণে ফিটনেসবিহীন যানচলাচল কিছুটা কম।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে কাঁচপুর সেতু পর্যন্ত প্রতিটি পয়েন্টে পয়েন্টে অবস্থান নিয়েছে সরকার দলীয় নেতাকর্মীরা। সোমবার সকালে সরজেমিনে শিমরাইল মোড়ে গিয়ে দেখা গেছে, দলীয় নেতাকর্মী নিয়ে মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ-যুবলীগ আহ্বায়ক ও নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতি, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আমিনুল হক ভুইয়া রাজু, নাসিক কাউন্সিলর ওমর ফারুক, নাসিক কাউন্সিলর শাহজালাল বাদল, আওয়ামী লীগ নেতা আনোয়ার ইসলাম, বাদল মেম্বার, যুবলীগ নেতা মো. ফারুক, যুবলীগ নেতা হুমায়ুন কবির, শ্রমিক নেতা এসএম মাসুদ রানা, মাসুদ রানা, ইলিয়াস মোল্লা, এসএম সানী, আব্দুল মজিদ প্রমুখ।
এ বিষয়ে কথা হলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ-যুবলীগ আহ্বায়ক ও নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতি বলেন, অাগস্ট মাস শোকের মাস। অামরা নেতাকর্মীদের নিয়ে শোকের মাসের আলোচনা করছি।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুস সাত্তার টিটু জানান, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।