ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে লর্ডসে দ্বিতীয় টেস্টে দ্রুত ফেরাতে পরিকল্পনা তৈরি করেছে টিম ইংল্যান্ড। ভারতীয় দলের বাকি ব্যাটসম্যানদেরও দ্রুত ফেরানোর দিকেই নজর দিচ্ছেন ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিস। আর তা হলেই চাপে ফেলা যাবে বিরাট কোহালিকে।
এজবাস্টনে প্রথম টেস্টে ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, স্যাম কুরানরা যেভাবে বল করেছেন, তাতে চাপে পড়তে বাধ্য হয়েছেন মুরলী বিজয়, কে এল রাহুল, শিখর ধাওয়ান, আজিঙ্কে রাহানেরা। আর এমনটা আবারও হলে চাপ বাড়বে কোহলির ওপর। এমনটাই ধারণা ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিসের।
তার মতে, " বিশ্বের সেরা ব্যাটসম্যান হওয়ার পথে এগোচ্ছে বিরাট। যেভাবে এজবাস্টন টেস্টের প্রথম ও দ্বিতীয় ইনিংসে ও (বিরাট) ব্যাট করেছে, তা এককথায় অসাধারণ। তাই আমরা যদি ভারতীয় দলের অন্য ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারি, তবেই চাপে পড়বে বিরাট।"
বেলিস বলেছেন, "প্রথম টেস্টে চার ইনিংসেই সব ব্যাটসম্যান সমস্যায় পড়েছে। এমনকি, কোহালিও পড়েছে। শুরুর দিকে একটু হলেও নড়বড়ে দেখাচ্ছিল ওকে। ব্যাট করা খুব একটা সহজ ছিল না। বাইরে থেকে যা দেখাচ্ছিল, তার চেয়েও ব্যাটিং করা মুশকিল ছিল।"
প্রসঙ্গত, ইংল্যান্ডের সিরিজের প্রথম টেস্টে ৩১ রানে ইংল্যান্ড জিতলেও কোহালির ইনিংসের প্রসংশা করেছেন সবাই। দুই ইনিংসেই ভারতীয় ব্যাটসম্যানরা চরম ব্যর্থ হলেও একা ভারত অধিনায়ক টেনে নিয়ে গিয়েছেন দলকে। প্রথম ইনিংসে করেছেন ১৪৯। দ্বিতীয় ইনিংসে করেছেন ৫১।