গেল কয়েকমাস আগেই পুরো বিশ্ব তোলপাড় হয়েছিল সুইসাইড গেম ব্লু হোয়েল নিয়ে। এই অনলাইন গেমের জেরে আত্মহত্যা করতে দেখা গেছিলো কিশোর-কিশোরীদের। রীতিমত আতঙ্ক ছড়িয়েছিল এই গেমকে ঘিরে। এবার সেই মরণ খেলার রেশ না কাটতেই এসেছে নতুন সুইসাইড গেম। ‘মোমো’ নামের এই গেমটিকে প্রাথমিকভাবে ব্লু হোয়েলের মতনই বলে ধারণা করা হচ্ছে।
মূলত হোয়াটস অ্যাপের মাধ্যমে ছড়াচ্ছে অদ্ভুত এই গেম। টেক্সটের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিকে একটি অজানা নম্বরে ‘মোমো’ লিখতে বলা হবে। এই টেক্সট দেওয়ার মানে সে গেমে অংশ নিতে আগ্রহী। তারপর থেকেই আগ্রহী গেমারের নম্বরে আসতে থাকবে ভূতুড়ে সব ছবি।
এরপরই স্ক্রিনে দেখা যাবে ভয়ঙ্কর এক নারীর ছবি যার দু’টো চোখ ঠিকরে বেরিয়ে আসছে। ইতোমধ্যেই এমন মহিলার ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে যা চারপাশে ভয় ছড়াচ্ছে।
এরপর ব্লু হোয়েলের মতই এই গেমেও একের পর এক চ্যালেঞ্জ আসতে শুরু করবে এবং এই গেমেরও শেষ পরিণতি হবে মৃত্যু দিয়ে। অর্থাৎ, কোনো না কোনো ভাবে গেমারকে বাধ্য করা হবে আত্মহত্যার জন্য।
বিভিন্ন দেশের সাইবার অথরিটি ইতোমধ্যেই এই গেম নিয়ে দুশ্চিন্তায় পড়েছে। এরই মধ্যে আর্জেন্টিনায় ১২ বছর বয়সী একটি মেয়ে এই গেমের ফাঁদে পড়ে প্রাণ হারিয়েছে বলে খবর ছড়িয়ে গেছে। তারপর থেকেই আর্জেন্টিনা, ফ্রান্স, আমেরিকা, মেক্সিকোসহ বিভিন্ন দেশে অনলাইন গেমের ক্ষেত্রে সতর্কতা জোরদার করা হয়েছে।