কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে ২০২৫ সাল নাগাদ বিনিয়োগ ২৩ হাজার ২০০ কোটি ডলারে পৌঁছাবে, যা বর্তমানের চেয়ে প্রায় ১৮ গুণ বেশি। নেদারল্যান্ডসভিত্তিক অডিট প্রতিষ্ঠান কেপিএমজি এক পূর্বাভাসে এমনটাই জানিয়েছে।
কেপিএমজির তথ্যমতে, আগামী সাত বছরে এআই খাতে বিনিয়োগ দ্রুত বাড়বে। বর্তমানে এ খাতে বিনিয়োগ ১ হাজার ২৪০ কোটি ডলার। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অনেকে হতাশা প্রকাশ করেছেন। কয়েক মাস আগে চীনভিত্তিক ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান জ্যাক মা বলেছেন, মানবজাতির জন্য বড় হুমকি এআই প্রযুক্তি।
ভবিষ্যতে আমাদের কর্মক্ষেত্রের গুরুত্বপূর্ণ অংশ দখল করবে মেশিন। পিডব্লিউসি প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দুই দশকে এআই ৭২ লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি একই সময় এআইয়ের কারণে সাত লাখ লোক কর্ম হারাবে।-টেক রিপাবলিক।