পাইলটরা ধর্মঘটে যাওয়ায় আয়ারল্যান্ড ভিত্তিক বিমানসংস্থা রেনেয়ারের প্রায় ৪০০টি ফ্লাইট বাতিল হয়েছে। কম খরচে যাতায়াতের জন্য বিশ্বখ্যাতি আছে রেনেয়ারের। এ ধর্মঘট প্রতিষ্ঠানটির স্বল্প খরচের ব্যবসায়িক মডেলের ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বেলজিয়াম, জার্মানি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও সুইডেনে রেনেয়ারের পাইলটরা শুক্রবার ২৪ ঘন্টার ধর্মঘট পালন করছেন। রেনেয়ার প্রতিষ্ঠার প্রায় ৩০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় এ ঝামেলা বেঁধেছে মূলত শ্রমিকদের বেতন ও শ্রম চুক্তি নিয়ে। রেনেয়ার বলেছে, তারা সমস্যা সমাধানের সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে গত জুলাইয়ে বেলজিয়াম, পর্তুগাল, স্পেনের কেবিন ক্রুরা ৪৮ ঘণ্টার ধর্মঘট ডাকায় রেনেয়ারের ৩০০টি ফ্লাইট বাতিল করা হয়।