২৭১টি বেসরকারি কলেজ জাতীয়করণ করেছে সরকার। এ ব্যাপারে আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপণ জারি করা হয়েছে। এ নিয়ে দেশে সরকারি কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা হলো ৫৯৮টি।
এর আগে যেসব উপজেলায় সরকারি কলেজ ছিল না, সেখানে একটি করে কলেজ জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে ২০১৬ সালে বেসরকারি কলেজকে জাতীয়করণের জন্য তালিকাভুক্তির কাজ শুরু হয়।
এ বিষয়ে অনেক যাচাই-বাছাই করার পর কলেজগুলো জাতীয়করণ হয়।