আলোকচিত্রী শহিদুল আলম আদালতে নির্যাতনের মিথ্যা অভিযোগ করে ক্যামেরার সামনে অভিনয় করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগবিষয়ক উপদেষ্টা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শহিদুল আলমকে নিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি।
সজীব ওয়াজেদ জয় লিখেন, ‘শহিদুল আলমের নির্যাতনের অভিযোগ আমাদের সরকারের বিরুদ্ধে তার অনেক মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের মধ্যেই একটি। তাকে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে নেওয়া হয় যেখানে চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা করেন। তারা নির্যাতনের কোনো প্রমাণ এমনকি ইঙ্গিতও পাননি। আন্তর্জাতিক গণমাধ্যম হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করে একই বিষয় জানতে পারে।’
‘এ থেকে প্রমাণ হয় শহিদুল হক আসলে কতটা অসৎ। আদালতে নির্যাতনের মিথ্যা অভিযোগ করে ক্যামেরার সামনে হাঁটার সমস্যার অভিনয় করছে।’
উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে উস্কানিমূলক বক্তব্য প্রচারের ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনের মামলায় শহিদুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ।