বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এ দেশের মানুষ কৃষির সাথে গভীর ভাবে জড়িত। প্রচারিত হয়েছে রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান কৃষি ও কৃষক। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা প্রথমেই কথা বলেছিলাম উত্তর মাদ্রাজ ২ নং ওয়ার্ডের একজন কৃষকের সাথে। তার নাম শাহে আলম,বয়স ৮০ বছর। পরিবারে আয় করার মত তিনি ও তার ছেলে। এ বছর তিনি আমন ধান ও ভোজন ধান চাষ করেছেন। প্রায় ২ কানি জমিতে প্রায় ৬০ মণ ধান পেয়েছেন। এ বছর ধান চাষ করে তেমন লাভবান হতে পারেননী। সার ঔধুধের দাম ও কামলার দাম বেশি থাকায় তেমন লাভবান হতে পারেননি। লাভবান না হলেও তিনি কৃষি কাজই করে যাবেন। আমরা জানতে চেয়েছিলাম ধানে কোন কোন ধরনের রোগ বেশি হয়ে থাকে জাবাবে তিনি জানিয়েছেন শীষকাটা ও ধানের পাতা লাল হয়ে যাওয়া সহ ইত্যাদি রোগ হয়ে থাকে। অনুষ্ঠানের এ পর্যায়ে এসে আমরা কথা বলেছিলাম উদ্ভিদ সহকারি কর্মকর্তা জনাব মোঃ সানাউল্লাহ আজম স্যারের সাথে। তিনি জানিয়েছেন কৃষকদের কৃষি কাজের উপর গুরুত্বপূর্ণ তথ্য।