দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হলে নিজেদের সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে যেতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার যে কাজ চলছে, তা অব্যাহত রাখতেই আরেকবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হতে হবে। জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগের বিরোধী সকলেই আজ ঐক্যবদ্ধ। এই বিষয়টি অনুধাবন করতে হবে সকলকে এবং সে তাগিদেই আবারও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের জন্যে আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক সঙ্গে কাজ করতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে মতলব উত্তর উপজেলায় এক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ১৫ আগস্ট হত্যাকাণ্ডের নায়ক ছিলেন জিয়াউর রহমান। এটি এখন দিবালোকের মত সত্য। কারণ, পঁচাত্তরের ১৫ আগস্টের নৃশংসতার পরের ঘটনাবলীতে সবকিছু স্পষ্ট হয়েছে যে জিয়াউর রহমানের নির্দেশেই সবকিছু হয়েছে। একাত্তরের পরাজিত শত্রুরা এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এগুলোকে গুড়িয়ে দিতে হবে একাত্তরের চেতনায়।