২০২২ সালে মহাশূন্যে মানুষ পাঠানোর ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটি ৭২ তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি। এনডিটিভি।
মোদি বলেন, ‘আগামী ২০২২-এ যখন ভারত স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করবে তখন এক জন ভারতবাসী তেরঙ্গা হাতে মহাকাশে পৌঁছবেন।’
মোদির এই ঘোষণার পর গোটা পরিকল্পনা নিয়ে আশাবাদী ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো’র চেয়ারম্যান কে শিবন। তিনি বলেন, ‘গত এক দশক ধরে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করছে ইসরো।’‘ব্যোম’ নামের ওই প্রকল্পে ‘গগনযান’ চড়ে মহাকাশে যাবেন কোন এক ভারতীয়। ওই মহাকাশচারীকে ‘ব্যোমচারী’ হিসাবে উল্লেখ করার পরিকল্পনা রয়েছে ভারত সরকারের।