বাগেরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ ঈদের প্রধান জামাত ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
ষাটগম্বুজ মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের দ্বিতীয় অনুষ্ঠিত হয়। জেলাসহ দেশ-বিদেশের হাজার-হাজার মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করতে আসেন। ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করেন।
ষাটগম্বুজ মসজিদে অন্যান্যের মধ্যে ঈদের নামাজ আদায় করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট আসনের এমপি মীর শওকাত আলী বাদশা, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহীন হোসেন, ষাটগুম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুসহ প্রশাসনের কর্মকর্তারা ।
বাগেরহাটের সকল ঈদের জামাতে, সরকার, দেশ ও জাতীর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এছাড়া জেলার সব উপজেলায় ঈদগাহ এবং বিভিন্ন জামে মসজিদে শান্তিপূর্ণ পরিবেশে নির্ধারিত সময়ে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।