বিপুল উৎসাহ উদ্দিপনা ও ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্যে দিয়ে বিভাগীয় শহর ময়মনসিংহে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ ময়দানে। এতে ইমামতি করেন কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
জামাতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম গালিব খান, পৌর মেয়র ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত-উর রহমান শান্তসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শহরের সকল ধর্মপ্রাণ মুসলমানগণ ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও শহরের বড় মসজিদ, আকুয়া মার্কাজ মসজিদ, চরপাড়া জামিয়া ইসলামিয়া, পুলিশ লাইন জমে মসজিদ, কেওয়াটখালী ঈদগাহ মাঠ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও জেলার ১৩টি উপজেলায় ২১৫৯টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি ঈদগাঁয়ে বিপুল আইন শৃংখলা বাহিনী নিয়োজিত ছিল।