খুলনায় পবিত্র ঈদ- উল-আজহার প্রধান জমায়াত সকাল ৮ টায় নগরীর সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাত শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
খুলনার স্থানীয় সংসদ সদস্য সহ বিভিন্ন জনপ্রতিনিধি, প্রাশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ নগরীর সর্বসাধারণ মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেন।
এছাড়াও নগরীর ৩১টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। জেলার নয়টি উপজেলায় বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
এদিকে ঈদ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। নগরীর প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ চত্বরে জাতীয় পতাকা ও ঈদ মোবারক (বাংলা ও আরবী) খচিত ব্যানার দিয়ে সজ্জিত করা হয়েছে। ঈদ উল আজহার উপলক্ষ্যে এতিম খানা, হাসপাতাল ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে।