রাশিয়া বিশ্বকাপে আলো ছড়াতে পারেননি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। কোটি ভক্তকে কাঁদিয়ে দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়েছে তার দল আর্জেন্টিনা। বিশ্বকাপে ব্যর্থতার জের ধরে জাতীয় দল থেকে সাময়িক অবসর নিয়েছেন মেসি। ফলে আর্জেন্টিনা দলে তার ভবিষ্যত এখন অনেকটাই অনিশ্চিত।
আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কলানিও নিশ্চিত নন মেসির ফেরা নিয়ে। মেসির সাময়িক অবসর ঘোষণার পর তার সঙ্গে কথা বলেছেন স্কলানি। তবে বার্সা তারকাকে জাতীয় দলে ফেরার জন্য কোনো চাপ দিতে রাজি নন তিনি।
এ ব্যাপারে স্কলানি বলেন, 'আমি তার (মেসি) সঙ্গে কথা বলেছি, কিন্তু আমি আগামীতে কি হবে তা নিয়ে এখন আলোচনা করতে চাই না।' এসময় তিনি আরও বলেন, 'আমরা জানি সে আমাদের জন্য কি মানে রাখে, কিন্তু আমাদের সামনের দিকে চোখ রাখতে হবে।'
স্কলানি ভাল করেই বুঝেন তার দলে মেসির গুরুত্ব কতোটা। তিনি বলেন, 'তাকে ফিরতে বলা না বলা আমার জন্য ঠিক হবে না। পৃথিবীর এমন কোনো কোচ নেই যে মেসিকে ছাড়া লাভবান হবে।'
উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে গুয়েতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কিন্তু এই দুই ম্যাচের দলে নেই মেসির নাম।