ফিফা অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে শুক্রবার স্পেনকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাপান। খেলার প্রথমার্ধে স্পেন আধিপত্য ধরে রাখলেও শেষ পর্যন্ত শিরোপা ঘরে তুলতে পারেনি।
এদিন ম্যাচের ৩৫ মিনিটে স্পেনের ফুটবলার ক্যান্ডেলা আন্দুজা গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। এরপরে ৩৮ মিনিটে স্পেনের জালে প্রথম গোল জড়ান জাপানি ফুটবলার হিনাতা মিয়াজাওয়া। এর কিছুক্ষণ পরে জাপানের জালে গোল জড়ানো চেষ্টা করে ব্যর্থ হয় স্পেন। পরে দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধানটা আরও বাড়িয়ে দেন জাপানের সাওরি তাকারাদা। এরপর ৬৫ মিনিটে তৃতীয় গোল করে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান ফুকা নাগানো। খেলার ৭১ মিনিটে স্পেনের পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেন আন্দুজা।
শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে জাপান।