দুবাই থেকে যুক্তরাষ্ট্রে যাত্রাপথে এমিরেটসের একটি বিমানের উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। বিমানটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে অবতরণের পরপর আহত যাত্রীদের কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
বুধবার যাত্রাপথে বিমানের ভেতরে যাত্রীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখেন। অবতরণের আগেই পাইলট জানিয়েছেন যে, বেশকিছু যাত্রী কাশছেন এবং তাদের গায়ের তাপমাত্রাও খুব বেশি। বিমানটির ভেতরে তখন ৫২১ জন যাত্রী ছিল। এদিকে, অবতরণের সাথে সাথে বিভিন্ন জরুরি বিভাগের গাড়ি রানওয়েতে জড়ো হতে শুরু করে। এমন ঘটনার পর বিমানবন্দরে সাময়িকভাবে আলাদা করে রাখা হয়েছে বিমানটিকে।যুক্তরাষ্ট্রে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি জানিয়েছে, প্রাথমিকভাবে বিমানের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে ১০০ জনের বেশি অসুস্থ হয়ে পড়েন। বিমানের ক্রুরাও বলতে থাকেন যে তারাও হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে, এমিরেটসের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, অসুস্থ রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।