কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. ইব্রাহিমের ২৯তম মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে ডায়াবেটিক রোগ নির্ণয় কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ন্যাশনাল হেলথ নেটওয়ার্কের ডায়াবেটিক কেন্দ্র ও প্রস্তাবিত খায়রুন্নেছা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা মরহুম ডা. মো. ইব্রাহিমের অবদানের ফলে বর্তমানে ডায়াবেটিক রোগীদের চিকিৎসা ব্যবস্থা সহজতর হয়েছে। দেশে প্রায় ৬০ লাখের অধিক ডায়াবেটিস রোগী রয়েছে। নিয়মিত খাদ্যাভাস, শারীরিক পরিশ্রম, নিয়মিত ব্যায়াম ও চিকিৎসকের পরামর্শ মেনে চললে এই ডায়াবেটিস রোগীরা দীর্ঘ জীবন লাভ করতে পারে।
তিনি খাদ্যাভাস পরিবর্তন করে নিয়মিত শারীরিক পরিশ্রম ও চিকিৎসকের পরামর্শ গ্রহণের আহ্বান জানান।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মিজানুর রহমান। হাসপাতালের পরিচালক ও বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর কাউসার বেগম সুমি এবং কবি জহিরুল হক দুলাল।
বিনামূল্যে ডায়াবেটিক নির্ণয় করেন ডা. সোহানা আয়মা এবং ডা. হাসান ইবনে মোতালেব। অনুষ্ঠানে ডা. ইব্রাহিমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।