মুখে কোনো দাগ না থাকা সত্ত্বেও চোখের নিচের কালো দাগ তৈরি করে মনে হতাশা। মেকআপ অথবা কনসিলার জাতীয় ক্রিম দিয়ে এ দাগ কিছু সময়ের জন্য ঢেকে দেওয়া সম্ভব। কিন্তু একেবারে এ দাগ উঠানো সম্ভব হয় না। নানা কারণে এ সমস্যার সৃষ্টি হয়। পর্যাপ্ত পরিমাণে পানি না পান করার কারণে এ ধরনের দাগ সৃষ্টি হয়। অতিরিক্ত চিন্তা ও অপরিমিত ঘুমের জন্য এ ধরনের দাগ তৈরি হয়। এছাড়া খাবারে অনিয়ম এবং রক্ত শূন্যতার কারনেও এ সমস্যা দেখা দিতে পারে। আবার অনেক সময় দীর্ঘদিন অসুখে ভুগে থাকলে চোখের নিচে কালো দাগ সৃষ্টি হয়।
এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যে পদ্ধতি গুলো অনুসরণ করা যেতে পারে, তা হলো-
১। নারিকেল ও বাদাম তেল একসঙ্গে মিশিয়ে চোখের পাতায় মাসাজ করতে হবে।এরপর এক ঘণ্টা অপেক্ষা করতে হবে। এভাবে প্রক্রিয়াটি সপ্তাহে ২ থেকে ৩ দিন অনুসরণ করতে হবে।
২। এক চামচ নারিকেল বাটা, কয়েক ফোঁটা লেবুর রস এবং ২ চামচ শসা বাটা নিয়ে তা এক সঙ্গে মিশিয়ে নিতে হবে। এক ঘন্টার জন্য মিশ্রণটি ফ্রিজে রাখতে হবে।ব্যবহারের আগে মিশ্রণটি ফ্রিজ থেকে বের করে তাতে তুলা ডুবাতে হবে। ডুবানো তুলা সাবধানে চোখের ওপর রাখতে হবে। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর পানি দিয়ে চোখ ধুয়ে ফেলতে হবে।
৩। টমেটোর রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে সেটি সপ্তাহে ৩ থেকে ৪ দিন ব্যবহার করা যেতে পারে।
৪। আলু থেতো করে তা থেকে রস বের করে নিয়ে চোখের লাগানো যেতে পেরে। প্রতিদিন এ পদ্ধতি অনুসরণ করলে ভাল ফলাফল পাওয়া যাবে।
এসব পদ্ধতি অনুসরণ করলে দ্রুত চোখের কালো দাগ পড়া থেকে মুক্তি পাওয়া সম্ভব।