অাসাম রাজ্যের জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) থেকে কোন প্রকৃত ভারতীয় নাগরিকের নাম বাদ দেওয়া হবে না বলে ফের নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শনিবার দিল্লিতে ‘মাই হোম ইন্ডিয়া’ নামে একটি এনজিওর উদ্যোগে আয়োজিত নর্থ-ইষ্ট স্টুডেন্টস ফেস্টিভ্যাল-এ উপস্থিত হয়ে এ মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
রাজনাথ বলেন ‘আমি বলতে চাই যে, কোন প্রকৃত ভারতীয় নাগরিককেই জাতীয় নাগরিক পঞ্জি থেকে বাদ দেওয়া হবে না। এটা জানা খুবই জরুরি যে কারা ভারতীয় এবং কারা বিদেশি নাগরিক।’
ভারতের সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই এই এনআরসি প্রক্রিয়ার কাজ করা হচ্ছে বলেও এদিন জানান রাজনাথ সিং। স্বরাষ্ট্রমন্ত্রীর অভিমত অবৈধ অনুপ্রবেশকারীদের বের করে প্রকৃত ভারতীয় নাগরিকদের চিহ্নিতকরণ করতে এনআরসি খুবই জরুরি।
এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশটির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষ বর্ধণ, বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব প্রমুখ।
উল্লেখ্য, গত ৩০ জুলাই অসমে প্রকাশিত হয় জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-এর চূড়ান্ত খসড়া তালিকা। এনআরসির কাছে জমা পড়া ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে চূড়ান্ত খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয় ২.৮৯ কোটির কিছু বেশি মানুষের নাম। তালিকা থেকে বাদ পড়ে প্রায় ৪০ লাখ বাসিন্দা। এর পরেই কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে সরব হয় বিরোধী রাজনৈতিক দলগুলো।