নাইজেরিয়ার নাসারাওয়া রাজ্যে একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও শতাধিক। গতকাল সোমবারের এ ঘটনায় বিস্ফোরণের পর আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এসইএমএ)।
রয়টার্সের খবরে বলা হয়েছে, রাজধানী আবুজার সঙ্গে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে সংযোগকারী লাফিয়া-মাকুরদি সড়কের একটি পেট্রল পাম্পে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসইএমএ’র ভারপ্রাপ্ত পরিচালক উসমান আহমেদ জানান, ট্যাংকারটি থেকে গ্যাস খালাস করার সময় সেটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় ৩৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছে।
নিহতদের অধিকাংশই কী হয়েছে দেখার জন্য দুর্ঘটনাস্থলে ছুটে গেলে মৃত্যুর এ ঘটনা ঘটে বলে জানান উসমান আহমেদ।
নাইজেরিয়ার সড়ক অবকাঠামো দুর্বল ও নিরাপত্তা নিম্নমানের হওয়ায় দেশটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত জুনে নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে আরেকটি পেট্রল ট্যাংকার বিস্ফোরণের পর আগুন ধরে আরও ৫৩টি গাড়ি পুড়ে গিয়েছিল। সে সময় অন্তত নয়জন নিহত হয়েছিল।