নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত হয়েছেন রাশিয়া বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের অধিনায়ক হুগো লরিস। এজন্য তাকে ৫০ হাজার পাউন্ড জরিমানা গুনতে হচ্ছে। শুধু তাই নয়, ড্রাইভিংয়েও নিষিদ্ধ থাকছেন আগামী ২০ মাস।
চলতি বছর ২৪ আগস্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় ব্রিটিশ পুলিশের হাতে আটক হন টটেনহ্যাম হটস্পারে খেলা ফরাসি দলের অধিনায়ক। সেই ঘটনায় ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে বিচারে হুগোকে দোষী সাব্যস্ত করে এই দণ্ড দেয়া হয়।
আদালতে পুলিশ জানায় ওইদিন নির্দিষ্ট গতির চেয়ে অনেক দ্রুতবেগে গাড়িটি চালাচ্ছিলেন হুগো। পরে পুলিশ তাকে আটক করে।