নারী সহ-চালক এবং বিমানসেবিকা চেয়ে বিজ্ঞাপন দিয়েছে রিয়াদের একটি বিমানসংস্থা। স্থানীয় সময় গত বুধবার ফ্লাইন্যাস নামে সৌদি আরবের সেই বিমান সংস্থাটি বিজ্ঞাপন দেয়। এরপরেই আসতে থাকে একের পর এক আবেদন। যার ফলে, এবার বিমান চালানোর স্বপ্ন দেখছেন সৌদি নারীরা।
জানা গেছে, ২৪ ঘণ্টার মধ্যে ১০০০ আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন সেই বিমান কোম্পানির এক মুখপাত্র। কিছুদিন আগেই ফ্লাইডিল নামে সৌদি আরবের আরেকটি বিমানসংস্থা বিমানসেবিকা চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল। সেখানেও প্রচুর আবেদন জমা পড়েছিল। এবার সহ-চালক চেয়ে বিজ্ঞাপন দিল ফ্লাইন্যাস।
প্রসঙ্গত, সৌদি আরবের বিভিন্ন বিমান সংস্থায় নারী বিমানসেবিকা বা বিমানকর্মী থাকলেও তারা কেউ সৌদির নাগরিক নন। বেশিরভাগ নারী বিমানকর্মীই ফিলিপাইন বা দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলির নাগরিক। কিন্তু ফ্লাইন্যাস এবং ফ্লাইডিলের এই পদক্ষেপের ফলে সৌদির মেয়েরাই তাদের দেশের বিমান সংস্থায় কাজের সুযোগ পাবেন।
লিঙ্গ বৈষম্য দূর করে নিজের দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে সৌদির যুবরাজ মহম্মদ বিন সালমান ওরফে এমবিএস নারীদের উপর আরোপিত শতাব্দীপ্রাচীন বহু নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন। তার মধ্যে যেমন আছে নারীদের পুরুষদের সঙ্গেই মাঠে বসে খেলা দেখা, তেমনই আছে গাড়ি চালানোর অনুমতি।