ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বাংলাদেশের সঙ্গে সীমান্তের আসাম অংশে ডিজিটাল স্মার্ট বেড়া বসানো হবে। আগামী নভেম্বর থেকে এই বেড়া নির্মাণের কাজ শুরু হবে। সোমবার কাশ্মিরে পাকিস্তান সীমান্তে পরীক্ষামূলকভাবে ইসরায়েলি প্রযুক্তির ডিজিটাল স্মার্ট বেড়া দেওয়ার কাজ উদ্বোধন করে জম্মুতে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ভারতের রাজনীতিতে অন্যতম বড় ইস্যু। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথিত এই অনুপ্রবেশ বন্ধে অঙ্গীকার করেছিলেন। এই ইস্যুর ওপর ভিত্তি করে ২০১৫ সালে আসামে বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো জয়ী হয় বিজেপি। এখন পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে অনুপ্রবেশ ইস্যুকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে বিজেপি।
ডিজিটাল বেড়া স্থাপনের বিষয়ে রাজনাথ সিং বলেন, অদৃশ্য ইলেক্ট্রনিক বেড়ার মাধ্যমে সীমান্তরক্ষীদের হতাহত হওয়ার ঘটনা কমে আসবে। এছাড়াও স্থল, জল, আকাশ এমনকি মাটির নিচেও এই প্রতিরোধ ব্যবস্থা কার্যকর হওয়ায় সীমান্তরক্ষীদের সশরীরে উপস্থিত থাকার ওপর নির্ভরতা কমবে।
সীমান্তের নদী, পাহাড় বা বনাঞ্চল যে কোনো জায়গা দিয়েই অনুপ্রবেশের চেষ্টা হোক না কেন প্রযুক্তির সহায়তায় সহজেই সনাক্ত করতে পারবে বিএসএফ। সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা (সিআইেমএস) প্রকল্পের আওতায় পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে প্রথমবারের এ ধরনের বেড়া নির্মাণ করতে চলেছে ভারত সরকার। দুই সীমান্তেই উচ্চ প্রযুক্তিসম্পন্ন সাড়ে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে এই বেড়া তৈরি করা হবে।