সংসদে উত্থাপনের এক ঘণ্টার মধ্যে জরুরি বৈঠক ডেকে ‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট বিল-২০১৮ এর রিপোর্ট চূড়ান্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সংসদ ভবনে মঙ্গলবার রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে, জাতীয় সংসদে রাত সাড়ে ৮টা নাগাদ বিলটি উত্থাপন করে এক দিনের মধ্যে রিপোর্ট দিতে সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহম্মদ নাসিম। পরে অধিবেশন চলাকালীন সংসদীয় কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৯টায় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানায়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম। বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, মো. ইউনুস আলী সরকার, সেলিনা বেগম, জুয়েল আরেং এবং শরিফুল ইসলাম জিন্নাহ অংশ নেন।