ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রনকে 'চ্যাম্পিয়নস অব দ্য আর্থ' সম্মানে ভূষিত করেছে জাতিসংঘ। পরিবেশ রক্ষায় ইতিবাচক পদক্ষেপ নেওয়ায় এই সম্মান দেওয়া হয়।
জাতিসংঘ জানায়, আন্তর্জাতিক সৌর জোট এবং ২০২২ সালের মধ্যে ভারতকে প্লাস্টিক মুক্ত করার যে প্রকল্প মোদি হাতে নিয়েছেন তার জন্যই তাকে এই সম্মান দেওয়া হয়েছে।
পৃথিবীকে দূষণ মুক্ত করার জন্য যারা একাধিক পদক্ষেপ নিয়েছেন, তাদের হাতে এই সম্মান তুলে দেয় জাতিসংঘ।