আঙুলের চোটের কারণে আগেভাগে শেষ হয় সাকিব আল হাসানের এশিয়া কাপ। গত বুধবার দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু দেশে ফিরেই দ্রুত হাসপাতালে ভর্তি হতে হল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
দেশে ফেরার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু সে সিদ্ধান্ত নেওয়ার সময় পাননি। হাতের অবস্থার অবনতির কারণে গত বৃহস্পতিবার ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন বিশ্ব সেরা এ অলরাউন্ডার।
ইতিমধ্যে সাকিবের আঙুলের একটি অস্ত্রোপচার হয়েছে। আরও একটি অস্ত্রোপচার লাগবে বলে আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জানান তিনি।
তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে লিখেন, “হাতের ব্যথায় যখন দল ছেড়ে দেশে ফিরছি তখনও বুঝতে পারিনি এত খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। দেশে আসার পর প্রচণ্ড ব্যথা অনুভব (করায়) ও হাত অস্বাভাবিক রকম ফুলে যাওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি হয়ে একটি সার্জারি করাতে হয়েছে।”
“আপনাদের দোয়ায়ই খুব অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে এই যাত্রায় রক্ষা পেয়েছি। তবে দ্রুতই আরও একটি সার্জারি করাতে হবে। আপনাদের সকলের দোয়া প্রার্থনা করছি।