উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা উঠিয়ে না নিলে তার দেশ কোনোভাবে পরমাণু নিরস্ত্রীকরণের পথে হাঁটবে না।
উত্তর কোরিয়ার বারবার জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের কাছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়ে আসছে। দেশটিকে এ বিষয়ে সমর্থন দিয়েছে রাশিয়া ও চীন। কিন্তু যুক্তরাষ্ট্রের বক্তব্য, পরমাণু নিরস্ত্রীকরণ না করলে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
গত জুনে সিঙ্গাপুরে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। সেই বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন কিম।সূত্র: বিবিসি