শুটিংয়ে অংশ নিতে এখন ঢাকায় অবস্থান করছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। তাঁর বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান। গতকাল বেঙ্গল মাল্টিমিডিয়ার স্টুডিওতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয় সাংবাদিকদের। এ সময় তাহসান ও তাসকিনের প্রশংসা করেন শ্রাবন্তী।
শ্রাবন্তী বলেন, “আমার কাছে ভীষণ ভালো লাগছে যে বাংলাদেশে আমার প্রথম ছবি হচ্ছে ‘যদি একদিন’। এই ছবিটা আমার অনেক কাছের একটা ছবি। কারণ এই ছবিটা নিয়ে আমরা অনেক দিন ধরেই পরিকল্পনা করেছি। ছবির কন্টেন্ট যদি ভালো হয়, তা হলে আমার মনে হয় আমি ছবিটি করি। এত সুন্দর একটি গল্পের ছবি, মনে হয় এই ছবির গল্পটাই হচ্ছে ছবির হিরো। কলকাতা গিয়ে ছবির পরিচালক রাজ আমাকে গল্প শোনানোর পর থেকেই আমি ছবিটির জন্য প্রস্তুতি নিই। শুটিংয়ে রাজ আমার অনেক হেল্প করেছে, ধন্যবাদ এই ছবিতে আমাকে কাস্টিং করার জন্য। এই ছবিটা পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি ছবি।”
বাংলাদেশে এসে ইলিশ মাছ খেতে যে ভোলেননি, সেটাও জানান শ্রাবন্তী। এ সময় তিনি সহ-অভিনেতা তাহসানের প্রশংসা করেন। বলেন, ‘তাহসানের কথা বলতে গেলে তিনি ওয়ান্ডারফুল অ্যাকটর। আমরা অনেক সুন্দর শুটিং করেছি। তাঁর কাছে আমি অনেক কিছুই শিখেছি, সময়-জ্ঞানসহ অনেক কিছু। আসলে মানুষ তো সব সময়ই শেখে, আমি এই শিল্পীর কাছে শিখেছি।’
ঢাকা অ্যাটাক ছবিতেও শুনেছি অনেক ভালো কাজ করেছে। আরো দুদিন আমাদের শুটিং আছে, তাঁর সঙ্গে আমার সিন হবে। আমি একটু ভয়ে আছি তা নিয়ে। সবশেষে আমি ধন্যবাদ দিতে চাই আরটিভিকে, এত বড় একটা ছবিতে তারা আমাকে নিয়েছে। ছবিটি খুব তাড়াতাড়ি রিলিজ হবে, প্লিজ আপনারা ছবিটি হলে গিয়ে দেখবেন।’
সংবাদ সম্মেলনে শ্রাবন্তী ছাড়াও উপস্থিত ছিলেন তাসকিন রহমান, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, আফরীন শিখা রাইসা, পরিচালক মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব প্রমুখ।