ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি যেখানেই যান, সেখানেই দ্রুত মানিয়ে নেন পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে। আর সেটা পারেন বলেই ক্লাব বদলান, লিগ বদলান অনায়াসে। রিয়াল মাদ্রিদ ছেড়ে এখন রোনালদো রয়েছেন জুভেন্টাসে। তবে লা লিগার তুলনায় সিরি এ রোনালদোর জন্য কঠিন হবে, এমনটাই মনে করেন বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক ফুটবলার কাফু।
কিন্তু সাবেক ব্রাজিলীয় তারকার এমন মনে হওয়ার কারণ কি? কাফুর মতে, ‘সিরি এ-তে রোনালদোকে শুরুতে সমস্যায় পড়তেই হবে। কারণ লা লিগার থেকে সিরি এ কঠিন। এখানে দলগুলোর মধ্যে বৈপরিত্য বেশি, শারীরিক চ্যালেঞ্জও বেশি।’
তবে রোনাল্ডোর যোগ্যতা নিয়ে মনের মধ্যে কোনও সন্দেহ নেই কাফুর। তিনি প্রশংসা করেই বলেছেন, ‘রোনালদো মানে রোনালদোই। বিশ্বের সেরা প্লেয়ার সে। সে যোগ দেওয়ায় সিরি এ'র আকর্ষণ ও শক্তি সবই বেড়েছে।’ যদিও ধীরে ধীরে পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে রোনালদো ঠিকই মানিয়ে নেবেন। এমনটাই মত কাফুর।