চাঁদ কিংবা মঙ্গলে যাওয়া মানুষের কাছে স্বপ্ন। চাঁদের মাটি ছোঁয়া গেলেও মঙ্গলের মাটিতে এখনও মানুষের পা পড়েনি। অদূর ভবিষ্যতে অবশ্য মঙ্গলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই নাসাসহ একাধিক মহাকাশ গবেষণা কেন্দ্র মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর চেষ্টা চালাচ্ছে।
তবে মঙ্গলে না যেতে পারলেও, মঙ্গলের মাটি কিন্তু ছুঁয়ে দেখতে পারবেন অনায়াসে। সেই মাটি পাওয়া যাবে অনলাইনেই। শুনতে অবিশ্বাস্য লাগলেও, এই যুগে সবই সম্ভব। চাইলে এক কেজি মঙ্গলের মাটি অর্ডার দিয়ে দিতে পারেন অনলাইনে।
দামও বেশি নয়। মাত্র ১৫০০ টাকাতেই পাওয়া যাবে এক কেজি মাটি। মঙ্গল ও গ্রহাণুর মাটি বিক্রি করছে ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা। তবে এটা কিন্তু সত্যিকারের মঙ্গলের মাটি নয়। মঙ্গলের মাটির গুণ বিশ্লেষণ করে, বিজ্ঞানীরা বিচার করবেন সেই মাতিতে কী ফলানো সম্ভব। সুতরাং মাটি কিনে আপনিও বাড়িতে এক্সপেরিমেন্ট করতে পারবেন, তাতে গাছ ফলানো সম্ভব কিনা।