সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিলের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানরা। সকাল ৭টা থেকে তারা এই অবরোধ শুরু করে। শাহবাগ মোড়ের সবদিকে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
গতকাল বুধবার প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরি থেকে সব ধরনের কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে রাত সাড়ে ৯টা থেকে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেন। তাদের দাবি, ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখতে হবে।
মন্ত্রিসভায় অনুমোদনের আগে গত ১৭ সেপ্টেম্বর প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সব ধরনের কোটা তুলে দেওয়ার সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছিল সরকার গঠিত সচিব কমিটি। মন্ত্রিসভার বৈঠকে সচিব কমিটির সেই সুপারিশই অনুমোদন দেওয়া হয়।