কলকাতার জনপ্রিয় গায়ক, সঙ্গীত পরিচালক অনুপম রায় কাজ করছেন বলিউডেও। ঢালিউড চলচ্চিত্রের জন্যও গান লেখার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন এ গুণী সঙ্গীতশিল্পী। তার বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তাকে দেখে অন্যরাও অনুপ্রাণিত হচ্ছেন। কেউ আবার তাকে নকলেরও চেষ্টা করছেন। তবে এ নিয়ে চিন্তিত নন অনুপম রায়।
তিনি বলেন, 'কত গানে 'জাহাজ-মাস্তুল ছারখার' হচ্ছে আর কত বার 'অবুঝের পেন্সিল' ঘুরে ঘুরে আসছে, সেটা দেখে মজাই লাগে। আসলে আমাদের সমাজে একটা মুশকিল আছে। কপি করাকে আমরা বড্ড সম্মান করি। সিনেমা হোক বা গান বা লেখালিখি হোক— প্রথম হাততালিটা কিন্তু পাওয়া যায় কপি করেই। মোহম্মদ রাফির গান (বলিউডে সবচেয়ে সফল গায়কদের একজন) কেউ যদি ওঁর মতো করে হুবহু গায়, সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবেই। কিন্তু এগুলো সাময়িক। নকল করলে ওই একটা জায়গাতেই মানুষ আটকে থাকবে, সেখান থেকে কোনও উৎকৃষ্ট কিছু বেরিয়ে আসবে না।'
অনুপম আরও বলেন, 'নতুন শিল্পীকে একটু সময় দেওয়া উচিত। দশটা গান শুনেই একটা ব্র্যাকেটে ফেলে দেওয়াটা ঠিক নয়। মানুষ কিন্তু আমাকে সেই সুযোগটা দিয়েছেন। আমিও একটা জায়গায় পৌঁছে এখন নিজের মতো কিছু করার চেষ্টা করছি। তা-ও কিছু মানুষ সমালোচনা করবেই। তবে সত্যি সত্যি ভীষণ অন্য রকম কিছু করে উঠব কি না জানি না। অনুপম রায় দারুণ একটা কাওয়ালি বানাল— এটা হবে না বোধহয়! কারণ আমি সেই গ্রুমিংটার মধ্য দিয়ে যাইনি। শুনে শুনে কিছু একটা বানাব হয়তো। কিন্তু নুসরাত ফতেহ আলি খানের কাওয়ালি হবে না।' সূত্র: আনন্দবাজার