লিভারপুলের কাছে হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বাজে একটা সূচনা হয়েছিল প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। কিন্তু সেখান থেকে দুর্দান্ত এক প্রত্যাবর্তন হলো দলটির। ফিটনেস নিয়ে শঙ্কা প্রকাশ করা পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমারই দেখালেন মূল চমক।
নেইমারের হ্যাটট্রিকের সুবাদে বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ম্যাচে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ৬-১ ব্যবধানে জিতে গোল উৎসব করেছে পিএসজি।
সি গ্রুপের অপর ম্যাচে নাপোলির কাছে ১-০ গোলে হেরেছে লিভারপুল। তাই দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে রয়েছে নাপোলি। আর পিএসজি ও লিভারপুর দু’দলেরই অর্জন সমান তিন পয়েন্ট করে।
খেলার ২০ মিনিটে প্রথম গোল করেন নেইমার। দুই মিনিটের ব্যবধানে ফের ব্যবধান বাড়ান তিনি। এরপর এডিনসন কাভানি, অ্যাঙ্গেল ডি মারিয়া ও কিলিয়ান এমবাপে একটি করে গোল করেন। সবশেষ নেইমার আরেক গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। মাঝে রেড স্টারের মারিন এক গোল শোধ করতে সক্ষম হন।