বিরল অসুখে আক্রান্ত হওয়ায় দেশ ছেড়ে লন্ডনে গিয়ে চিকিৎসা নিচ্ছেন ইরফান খান। কবে ফিরবেন দেশে সেটাও জানেন না তিনি।
সম্প্রতি সাংবাদিককের এক প্রশ্নের উত্তরে ইরফান বলেন, ‘আমার কোনও ধারণা নেই কবে ফিরব। আর এটা জানতে আমার তাড়াও নেই। ইরফানের ফেরার প্রসঙ্গে কারবাঁর পরিচালক আকর্ষ খুড়ানা বলেন, ইরফানকে ছাড়া ছবির প্রচার করা সত্যি খুব চ্যালেঞ্জিং। কিন্তু, আমরা চেষ্টা করছি নিজেদের সেরাটা দেওয়ার।’
মার্চে ইরফান প্রথম টুইট করে জানিয়েছিলেন যে তিনি নিউরো এন্ডোক্রাইন টিউমারের মতো বিরল রোগে আক্রান্ত। পাশাপাশি ভুল চিকিৎসা হয়েছিল বলেও জানিয়েছিলেন তিনি।