সম্প্রতি রাশিয়া নতুন এক ধরনের শক্তিশালী 'ড্রিল বোমা'র পরীক্ষা চালাতে যাচ্ছে! দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে রুশ সংবাদমাধ্যম।
প্রায় ৫০০ কেজি ওজনের নতুন এ বোমাটি রাডারে ধরা যাবে না এবং যেকোন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। তবে বোমাটি এখনো পরীক্ষা-নিরীক্ষা পর্যায়ে রয়েছে। ২০১৮ সালের শুরুতে এই বোমা তৈরির ঘোষণা দেয় রাশিয়া। নতুন ধরনের অস্ত্রটি বিমান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে হামলা চালাতে পারবে।
এর আগে একবার রাশিয়ার নতুন একটি ক্ষেপণাস্ত্র নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল পুরো বিশ্বে। যা খুব দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র নয়, কিন্তু ক্ষেপণাস্ত্রটির গতিবেগ সম্পর্কে সে দেশের সরকারি সংবাদ মাধ্যম যা জানিয়েছিল, তাতে গোটা পৃথিবী চমকেছিল। ঘণ্টায় ৭৪০০ কিলোমিটার বেগে ছুটে ‘জারকন’ নামের ওই রুশ অ্যান্টি-শিপ মিসাইলটি। এই গতিতে ধেয়ে আসা কোনো ক্ষেপণাস্ত্রকে মাঝ পথেই রুখে দেয়ার মতো কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম আমেরিকা এখনও তৈরি করতে পারেনি বলে মন্তব্য প্রতিরক্ষা বিশেষজ্ঞদের।