সরকারের সাম্প্রতিক পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য ও গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোশতাক আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ উদ্বেগের কথা জানান।
বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব রাজনৈতিক দল ও ব্যক্তি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছে। যা প্রধানমন্ত্রীর চিন্তার অনুকূল।
কিন্তু দুর্ভাগ্যবশত সরকারের সাম্প্রতিক পদক্ষেপে তাঁরা উদ্বিগ্ন। এতদ্বারা সুষ্ঠু রাজনীতির পরিবেশ বিনষ্ট হবার আশঙ্কা করছি। এ সময় রাজনৈতিক নেতাকর্মীদের বিভিন্ন অজুহাতে হয়রানি ও গ্রেফতার অনাকঙ্ক্ষিত বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।