উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে ছাড়াই ইন্টার মিলানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে বার্সেলোনা। কাম্প নউয়ে বুধবার রাতে প্রতিযোগিতার ‘বি’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতেছেন এরনেস্তো ভালভেরদের শিষ্যরা। মেসির চোটে একাদশে জায়গা পাওয়া রাফিনিয়ার গোলে প্রথমার্ধে এগিয়ে যায় দল। পরে শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন জর্দি আলবা। সুয়ারেস-কৌতিনিয়োরা বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান বাড়তে পারতো আরও।
৩২তম মিনিটে ডান দিক থেকে লুইস সুয়ারেসের দারুণ এক ক্রস ছোট ডি-বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়া। ৮৩তম মিনিটে ইভান রাকিতিচের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে বল জালে জড়ান স্পেনের আলবা। বাকি সময়ে আর কোনো দল গোল না পাওয়ায় ২-০ ব্যবধানে জিতে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সা। ফলে তিন ম্যাচের সবকটিতে জেতা বার্সেলোনা ৯ পয়েন্ট নিয়ে আছে ‘বি’ গ্রুপের শীর্ষে।