চলতি বছরের শুরুর দিকেই তিনি টুইট করে জানিয়েছিলেন, এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন তিনি। স্বাভবিকভাবে অভিনেতা ইরফান খানের এমন মন্তব্য ঘিরে শুরু হয় জল্পনা। যদিও ঠিক কোন রোগে তিনি আক্রান্ত, তা খোলসা করেননি অভিনেতা।
মার্চ মাসের মাঝামাঝি ইরফান আরও একটি টুইট করে জানান, তিনি নিউরোএনডোক্রিন টিউমারে আক্রান্ত হয়েছেন। তারপর তিনি চলে যান লন্ডনে, চিকিৎসার জন্য। এরপর কেটে গেছে প্রায় সাত মাস। এরমাঝে কখনও কখনও অভিনেতাকে সোশ্যাল মিডিয়ায় দেখা গেলেও, তার শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক কিছু জানা যায়নি।
তবে সম্প্রতি জানা গেছে, খুব দ্রুত ভারতে ফিরছেন ইরফান খান। শুধু ফিরে আসাই নয়, ইরফান খান শ্যুটিংয়ের কাজও শুরু করবেন। যদিও অভিনেতার তরফ থেকে এখনও কিছুই জানানো হয়নি।