অস্ট্রেলিয়ার হয়ে ম্যাক্সওয়েল একাই লড়ে গেছেন। ৩৭ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মারকুটে এই ব্যাটসম্যান। তবে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। খেলা শেষ ওভার পর্যন্ত গড়ালেও অস্ট্রেলিয়া-পাকিস্তান তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতেও হেরে গেছে অস্ট্রেলিয়া। দুবাইয়ে অস্ট্রেলিয়াকে ১১ রানে হারিয়েছে পাকিস্তান। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিল বাবর আজম-মোহাম্মদ হাফিজরা।
শুরুতে ব্যাট করতে নেমে বাবর আজমের ৪৫ আর হাফিজের ৪০ রানের ওপর ভর করে ৬ উইকেট ১৪৭ রান তোলে পাকিস্তান। ওপেনার হাফিজ ৪৫ রানে ফিরে যাওয়ার আগে আরেক ওপেনার ফখর জামান আউট হন ব্যক্তিগত ১১ রানেই। তিনে এসে ৪০ রানের অনবদ্য ইনিংস খেলেন হাফিজ।
জবাবে ২০ ওভার ব্যাট করে ৮ উইকেটে ১৩৬ রান তোলে অজিরা। ম্যাক্সওয়েল খেলেন সর্বোচ্চ ৫২ রানের ইনিংস। ম্যাক্সওয়েল ছাড়া অস্ট্রেলিয়ার আর দুজন ব্যাটসম্যান পেরেছেন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে। মার্শ আউট হন ২১ রানে আর কৌল্টার আউট হন ২৭ রান করে। দলীয় ১১ রানের মাথাতেই রান আউটের শিকার হন শর্ট। তিনে ব্যাট করতে আসা লিন যখন আউট হন অস্ট্রেলিয়ার সংগ্রহ তখন ১৯ রান।
৪ ওভার বল করে ৮ রান দিয়ে ১ উইকেট শিকার পাকিস্তানের ইমাদ ওয়াসিমই অস্ট্রেলিয়াকে বেঁধে ফেলেন। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে ওয়াসিমের হাতেই।
রোববার দুবাইয়ে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি হয়ে থাকল স্রেফ নিয়ম রক্ষার ম্যাচ।