গেল দুই দশকে প্রথম কোন ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে ওমান সফর করলেন বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার শুরু হওয়া এ সফর মধ্যপ্রাচ্যের আরব মুসলিম দেশ ওমানের সাথে ইসরায়েলের সুসম্পর্ক বৃদ্ধির লক্ষণ হিসেবে দেখছেন কূটনীতিকরা।
তবে ওমান সফর শেষ করে ইসরায়েলে ফেরার আগ পর্যন্ত এ সফরের সবকিছু গোপন রাখা হয়। নিজ দেশে ফিরে টুইটারে সফর নিয়ে ছবি দিয়ে সবাইকে অবাক করেন নেতানিয়াহু।
সফরের একটি ভিডিও দিয়ে নেতানিয়াহু টুইটারে লেখেন, ‘ওমানে বিশেষ সফর, আমরা ইতিহাস তৈরি করতে যাচ্ছি।’
নেতানিয়াহু জানান সফরে ওমানের সুলতান কাবুসের সঙ্গে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে তার। যদিও উভয় দেশের মধ্যে কোন কূটনৈতিক সম্পর্ক নেই।
বেশ কিছুদিন ধরে ইরানের সঙ্গে খারাপ সম্পর্ক রয়েছে মধ্যপ্রাচ্যের এমন দেশের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছিল ইসরায়েল। এ পরিকল্পনার অংশ হিসেবে ওমান সফর করেন দেশটির প্রধানমন্ত্রী।