দায়িত্ব না নিলে পদ হারাবেন নুরুল
ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক দায়িত্ব গ্রহণ নিয়ে দ্বিধায় আছেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্র অনুযায়ী, দায়িত্ব না নিলে একপর্যায়ে তাঁকে পদ হারাতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে নবনির্বাচিতদের অভিষেক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করেছে।
নির্বাচিত হওয়ার কত দিনের মধ্যে এবং কীভাবে দায়িত্ব গ্রহণ হবে, তা স্পষ্ট উল্লেখ নেই ডাকসুর গঠনতন্ত্রে। তবে গঠনতন্ত্রে হল সংসদের ক্ষেত্রে বলা আছে, নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর সংসদের সভাপতি নতুন নির্বাহী কমিটির কাছে কার্যালয়ের দায়িত্ব অর্পণের জন্য তারিখ ঘোষণা
করবেন। নবনির্বাচিত নির্বাহী কমিটি যত দ্রুত সম্ভব অভিষেক অনুষ্ঠানের আয়োজন করবে।
দীর্ঘ ২৮ বছর ১০ মাস পর প্রায় সব সংগঠন ও জোটের অংশগ্রহণে ১১ মার্চ ডাকসু ও হল সংসদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ভোট গ্রহণের মাঝপথে ছাত্রলীগ ছাড়া বাকি সব সংগঠন ভোট বর্জনের ঘোষণা দেয়। এ নির্বাচনে সহসভাপতি (ভিপি) ও একটি সম্পাদকীয় পদে জয়ী হন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী। সাধারণ সম্পাদকসহ অন্য পদগুলোতে জয়ী হয় ছাত্রলীগ।