ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ১১ মার্চের নির্বাচন বাতিল করে পূর্ণ নির্বাচনের দাবি করেছেন ডাকসুর নির্বাচিত ভিপি নুরুল হক নুর। রোববার (১৭ মার্চ) মধুর ক্যান্টিনে সাধারণ ছাত্র পরিষদের আয়োজিত সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।
এসময় ডাকসুর পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা দাবি করেন ভিপি নুর। দাবিগুলো হল- ভিসির পদত্যাগ, নির্বাচন বাতিল, পুন:তফসিল ঘোষণা, মামলা প্রত্যাহার, হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা।
নির্বাচন বয়কট করা ৫ প্যানেলকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়া হবে জানিয়ে তিনি বলেন, ১৮ মার্চ থেকে সকল একাডেমিক কার্যক্রম বন্ধ করে সেদিন সকাল ১১ টায় রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে ভিসি কার্যালয় অবরোধ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন সাধারণ ছাত্র পরিষদের ডাকসু নির্বাচনের প্যানেলের জিএস প্রার্থী রাসেদ খান। এজিএস প্রার্থী ফারুকসহ সংগঠনের অন্য নেতারা।