রাশিয়ার চমক চলছেই। গ্রুপ পর্বের পর নকআউটে এসেও চমক অব্যাহত রেখেছে স্বাগতিকেরা। দ্বিতীয় পর্বের খেলায় টাইব্রেকারে স্প্যানিশদের বিদায় লিখে দিল রাশিয়া। আরেক ম্যাচে ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। গ্যালারিতে খেলা দেখতে আসা দর্শকদের ছুঁয়ে গেছে এসব জয়-পরাজয়ের বাতাস। গ্যালারির বাইরে যাঁরা ছিলেন রাস্তায় কিংবা ক্যাফেতে, তাঁদের উল্লাসেও কমতি ছিল না কোনো অংশে। মানুষের স্রোত মিলেছে সেখানে, যেখানে উপভোগ করা গেছে খেলা। অনেকে প্রিয় দলের পরাজয়ে মন খারাপ করেও ছিলেন। ছবিতে ছবিতে দেখুন দর্শকদের উদ্যাপন, মন খারাপ কিংবা উচ্ছ্বাসের ঢেউ।