বিশ্বকাপে স্পেনের একটা রেকর্ড ভালো নয়, স্বাগতিকদের বিপক্ষে জিততে না পারা। এর আগে তিনবার স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল তারা, একবারও সাফল্য পায়নি। রাশিয়ার বিপক্ষে চতুর্থবারের লড়াইয়েও ব্যর্থ হয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। স্নায়ুক্ষয়ী ম্যাচে স্বাগতিকদের কাছে হেরে গেছে টাইব্রেকারে, ৪-৩ গোলে।
এই জয়ের সুবাদে রাশিয়া উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। আসরে তৃতীয় দল হিসেবে শেষ আটে জায়গা করে নেয় তারা। এর আগে ফ্রান্স ও উরুগুয়ে শেষ আটে খেলা নিশ্চিত করে।
আজ রোববার মস্কোতে অনুষ্ঠিত এই ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। ম্যাচের নির্ধারিত সময় ছিল ১-১ গোলের সমতা। তাই অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারে নিষ্পত্তি হয় খেলা।
অবশ্য ম্যাচের প্রথমে এগিয়ে যায় স্পেন। ১১ মিনিটে আত্মঘাতী গোলে সাফল্য পায় সাবেক চ্যাম্পিয়নরা।
স্পেন মিডফিল্ডার মার্কো আসেনসিওর ফ্রি-কিক থেকে রাশিয়ার সের্গেই ইগনাশেভিচ বিপদমুক্ত করতে গয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন বল।
৪১ মিনিটে খেলার সমতায় চলে আসে রাশিয়া। পেনাল্টি থেকে গোল করে দলকে খেলায় ফেরান ফরোয়ার্ড আরটেম দিজিউবা। বক্সের মধ্যে একটি বল স্পেন ডিফেন্ডার জেরার্ড পিকের হাতে লাগলে রেফারির পেনাল্টির নির্দেশ দেন।
ম্যাচে এগিয়ে যেতে দ্বিতীয়ার্ধে বেশ কিছু আক্রমণ গড়ে স্পেন। তারই ধারাবাহিকতায় ম্যাচের ৮৫ মিনিটে একটি দারুণ সুযোগ হাতছাড়া করে তারা। মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার চমৎকার শট রুখে দেন রাশিয়া গোলরক্ষক।
এর অতিরিক্তি সময়ে পুরো অধিপত্য বিস্তার করেও গোল আদায় করতে পারেনি। এর জন্য প্রশংসা পেতেই পারেন রাশিয়ার রক্ষণভাগের খেলোয়াড়রা। ইনিয়েস্তা-কস্তাদের বেশ কিছু আক্রমণ প্রতিহত করে দেন তাঁরা।